শিরোনাম

6/recent/ticker-posts

Header Ads Widget

আইপিএলে কোন কোচের পারিশ্রমিক কত?


অনলাইন রিপোর্ট:

টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই কদর বেড়েছে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের। আর ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের একবাজারি সংস্করণের নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএল মানেই টাকার ছড়াছড়ি। বিশ্বের এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যারা টাকার কারণে নিজ দেশের জাতীয় দলে খেলার চেয়েও গুরুত্ব দেন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার। তাইতো জাতীয় দলের খেলা থাকা সত্ত্বেও আইপিএলসহ বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে ব্যতিব্যস্ত থাকেন তারকারা।

শুধু ক্রিকেটারদেরই নয়, ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে যারা খেলোয়াড়দের শিক্ষকের ভূমিকায় থাকেন তাদের পারিশ্রমিক কম নয়। বিশ্বের অন্যতম সেরা ও লাভজনক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে অন্যতম আইপিএল।

আইপিএল যারা খেলেন তারা যেমন কয়েকটি ম্যাচ খেলে মাসের ব্যবধানে কয়েক কোটি টাকার মালিক হন, ঠিক তেমনি তাদের কোচরাও অনেক টাকা পেয়ে থাকেন।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলের কোচদের কার পারিশ্রমিক কত।

চেন্নাই সুপার কিংস: গত কয়েক বছর ধরেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং। আইপিএলে কাজ করে পারিশ্রমিক হিসেবে প্রায় তিন কোটি ৯০ লাখ টাকা পান তিনি।
কলকাতা নাইট রাইডার্স: বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাককালামের বেতনও ফ্লেমিংয়ের মতোই প্রায় তিন কোটি ৯০ লাখ টাকা।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন শ্রীলংকা ক্রিকেট দলের সাব্কে অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। তার বেতন প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা।
সানরাইজার্স হায়দরাবাদ: দলটির কোচিংয়ের দায়িত্বে রয়েছেন ট্রেভর বেলিস। তিনিও মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনের মতোই প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা পান।
দিল্লি ক্যাপিটালস: দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার কিংবদিন্ত ক্রিকেটার রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ট্রফি জেতা এই সাবেক ক্রিকেটার কোচ হিসেবে পারিশ্রমিক পান প্রায় তিন কোটি ৯০ লাখ টাকা।
রাজস্থান রয়্যালস: অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবার রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। তার পারিশ্রমিক প্রায় তিন কোটি ৯০ লাখ টাকা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বর্তমান সময়ের সেরা ক্রিকেটার ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আইপিএলে নেতৃত্ব দিচ্ছেন ব্যাঙ্গালোরের। তার দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমন ক্যাটিচ। ব্যাঙ্গালোরের এই প্রধান কোচের বেতন প্রায় চার কোটি ৬০ লাখ টাকা।
কিংস ইলেভেন পাঞ্জাব: আইপিএলের একমাত্র ভারতীয় কোচ হলেন অনিল কুম্বলে। কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান কোচের বেতন প্রায় চার কোটি ৬০ লাখ টাকা।

Post a Comment

0 Comments